• ঢাকা
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১২:০৩ অপরাহ্ন

ঝালকাঠির নলছিটিতে কঠোর লকডাউনে কর্মহীনদের খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২১, ২:১২ পূর্বাহ্ন / ১৭০
ঝালকাঠির নলছিটিতে কঠোর লকডাউনে কর্মহীনদের খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী

ইমাম বিমান,ঝালকাঠিঃ ঝালিকাঠি জেলার নলছিটিতে করোনায় সরকার ঘোষিত কঠোর লকডাউন চলাকালীন সময় কর্মহীন অসহায় পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

কোভিড-১৯ তথা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে ১১ জুলাই রবিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন’র বরিশাল এরিয়ার ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস এম ফিরোজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল নলছিটি বাস স্ট্যান্ড ও তালতলা রাস্তার মোড়স্থ এলাকায় স্বাস্থ্যবিধি মানার মাধ্যমে বেশ কয়েকটি অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে।

এ সময় অসহায় পরিবারের মাঝে দেয়া উপহার সামগ্রীর হিসেবে চাল, ডাল, তেল, আটা ও লবন খাদ্য সামগ্রী হাতে পেয়ে তারা আবেগ প্রবণ হয়ে পড়েন।