• ঢাকা
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

রাজধানীর ভাটারায় গৃহকর্মী নির্যাতন : নির্যাতনকারী গ্রেফতার


প্রকাশের সময় : জুলাই ২, ২০২১, ১০:৩৩ অপরাহ্ন / ২৪৪
রাজধানীর ভাটারায় গৃহকর্মী নির্যাতন : নির্যাতনকারী গ্রেফতার

মনিরুজ্জামান অপূর্ব,ঢাকা : রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গৃহকর্মী নির্যাতন করার অভিযোগে মূল আসামীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোহাম্মদ আসাদুর রহমান (৩৯ ) । ১ জুলাই,বৃহস্পতিবার রাত ১১:৩০ টায় ভাটারা থানার জোয়ার সাহারার এল এম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে নির্যাতনকারী গৃহকর্তাকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল হক বলেন, গ্রেফতারকৃত মোহাম্মদ আসাদুর রহমানের জোয়ার সাহারার বাসায় কাজ করত ভিকটিম কুলসুমা আক্তার। গত ১২ নভেম্বর, ২০২০ হতে ৩০ জুন, ২০২১ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের বাসার গৃহকর্মী ভিকটিমকে জ্বলন্ত আগুনে লোহার খুন্তি ও রড গরম করে শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। এতে ভিকটিম অসুস্থ্য হয়ে পড়লে ৩০ জুন, ২০২১ সন্ধ্যা অনুমান ০৬:৩০ টায় ভিকটিমকে তার বোনের বাসায় পাঠিয়ে দেয় বাসার মালিক। সংবাদ পেয়ে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী বাসার মালিককে গ্রেফতার করে।
এ সংক্রান্তে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে।