• ঢাকা
  • রবিবার, ২৫ মে ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

রাজধানীর দারুস সালাম থেকে ২৯ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব


প্রকাশের সময় : জুন ১৯, ২০২১, ৯:৩৫ অপরাহ্ন / ৩২৮
রাজধানীর দারুস সালাম থেকে ২৯ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব

এম শিমুল খান, ঢাকাঃ শুক্রবারে র‌্যাব-৩ গোয়েন্দা সংবাদে জানতে পারে ঢাকা মহানগরীর দারুস সালাম থানার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ঢাকা টু মানিকগঞ্জ হাইওয়ে পাকা রাস্তার উপর নিজ হেফাজতে রেখে অবস্থান করছে। উক্ত সংবাদের আভিযানিক ঢাকা মহানগরীর দারুস সালাম থানার এলাকায় অভিযান চালিয়ে দীন ইসলাম (২১) ও মোঃ আজমান (২৬) নামের দুই জনকে গ্রেফতার করে এ সময় তাদের ২৯ কেজি গাঁজা উদ্ধার করে। বলে জানান র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বীণা রানী দাস

বীণা রানী দাস আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয় কৃতকর্মের বিষয়টি স্বীকার করে এবং দীর্ঘদিন যাবৎ এই মাদক ব্যবসা করে আসছে বলে জানায়।

আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে