• ঢাকা
  • শনিবার, ২৪ মে ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্তের প্রয়াণে তথ্যমন্ত্রীর শোক


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২১, ৮:০৮ অপরাহ্ন / ২২১
কবি-সাংবাদিক অরুণ দাশগুপ্তের প্রয়াণে তথ্যমন্ত্রীর শোক

মনিরুজ্জামান অপূর্ব, ঢাকা : কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক অরুণ দাশগুপ্তের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে নিজ বাড়িতে ৮৬ বছর বয়সে অরুণ দাশগুপ্তের প্রয়াণের সংবাদে মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, দৈনিক আজাদীর সাবেক সহযোগী সম্পাদক ও অসংখ্য কাব্য ও প্রবন্ধ প্রণেতা অরুণ দাশগুপ্ত সাহিত্য ও সাংবাদিকতায় যে অবদান রেখেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।